সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন,২০১৩ এর ১৮ ধারা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা বিবেচনায় নিয়ে আমাদের কোম্পানীর বীমা পলিসি হোল্ডার/ গ্রাহকদের লেনদেন মনিটরিং করার নিমিক্তে বাংলাদেশ ব্যাংকের পত্র সূত্র নং : বিএআইইউ (বীমা মনিটরিং ) ০৪/১৪-১১৮৩ তারিখ – ২৬/০৮/২০১৪ প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (CAMLCO) সহ ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।